তিস্তা সড়ক সেতু নির্মাণের সময়সীমা বাগানোয় সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। রোববার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন

 

আবুল হোসেন বলেন, “ আমাকে না জানিয়ে শতকোটি টাকা ব্যয়ে তিস্তা সড়ক সেতুর নির্মাণ কাজের সময়সীমা বৃদ্ধি করেছে সড়ক ও জনপথ বিভাগ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রী বলেন, এর আগে রংপুর এসে এই সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারী প্রতিষ্ঠানের পারফরমেন্স গ্যারান্টি বাজেয়াপ্ত করা হবে।

 

কিন্তু মন্ত্রীর নির্দেশ না মেনে উল্টো কাজের সময়সীমা ৬ মাস বাড়ানো হলো কীভাবে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঢাকায় ফিরে এর একটা বিহিত করতেই হবে।তাহলে সড়ক ও জনপথ অধিদপ্তর কার নির্দেশে চলছে জানতে চাইলে তিনি কথাটি এড়িয়ে যান।

 

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন আহাম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।