গত পাঁচ বছরে সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং সংস্কারে জাতীয় বাজেটে সর্বমোট বরাদ্দ এবং ব্যয়সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট।
দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করে দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণে রুলসহ কয়েক দফা অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান এবং যোগাযোগ সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ১৬ অক্টোবরের মধ্যে হলফনামা দিয়ে পৃথক এসব প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোঃ নূরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
এছাড়া সারাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ব্যর্থতার কারণে যেসব ঘটনা ঘটেছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করেন।