“আগামীতে ক্ষমতায় এলে এ সরকারের সব দুনীতি খুঁজে বের করে জনসম্মুখে প্রকাশ করবে বিএনপি”বলেন, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আজ শুত্রুবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বড় বড় দুনীতির সঙ্গে যে সরকারের উচ্চমহল জড়িত তা ইতোমধ্যে প্রকাশ পাচ্ছে।
ফারুক বলেন, পদ্মাসেতু দুনীতির দায়ে মন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করেছেন। পদত্যাগ করছেন অর্থ উপদেষ্টা। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে না সরকারের।
তিনি আরো বলেন, পুলিশ আর দলীয় সন্ত্রাসীদের দিয়ে লাশের ওপর দিয়ে আবারো ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন আপনারা। কিন্তু আপনাদের সে স্বপ্ন পূরণ হবে না। কারণ চার বছরের শাসনামলে দেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। ধ্বংস করা হয়েছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান। একদলীয় নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চিন্তা বাদ দিণ। পদত্যাগ করুন দেশের মানুষ রক্ষা পাক।
চিপ হুইপ অভিযোগ করে বলেন, আদালতের রায় মানেন না সরকার। সে কারণেই লিমনকে রক্ষার জন্য ব্যবস্থা নেয়ার কথা বললেও সরকার তা কার্যকর করেনি। উপরন্তু লিমনের পরিবারের বিরুদ্ধে র্যাব নতুন মামলা করেছে।