বৃহস্পতিবার রাত ৮টা পাঁচ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ১১ দিনের সরকারি সফর শেষে দেশে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিঊইর্য়কে প্রধানমন্ত্রী ১১ দিনের এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর শেখ হাসিনা নিঊইর্য়কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী ও সংস্কৃতিক ব্যক্তিত্ব ও কৃতি খেলোয়াড়দের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ।