গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের নতুন কমিটির সঙ্গে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দলে কোন অনৈক্য নেই, কোন্দল নেই। আমরা অতীতের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী।

আলমগীর বলেন, তবে সরকার তার রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে। বিভিন্ন গণমাধ্যমে বিএনপি সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের কিছু নেতা মনে করেন দেশ ঠিকমতো চলছে না দুর্নীতি বেড়ে গেছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে তারা বাইরে কথা বলছেন, সংসদে কথা বলছেন এবং নিঃসন্দেহে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ করছেন।

এ সময় বিএনপির ঐক্য সুদৃঢ় দাবি করে উল্টো সরকারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতাদের পাশে পাওয়ার আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন খালেদা জিয়া ও তারেক রহমানকে জনগণের কাছ থেকে দূরে রাখতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। তারা বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

এদিকে বিএনপির এসব অভিযোগের কড়া জবাব দিয়েছে আওয়ামী লীগ নেতারা। গত বুধবার আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল থাকলে সেটা তাদের ব্যাপার। তাতে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই। তিনি আরও স্পষ্ট ভাষায় বলেছেন, আওয়ামী লীগ কখনো দল ভাঙার রাজনীতি করে না। বরং বিএনপিই বিভিন্ন সময় দলভাঙা নেতাদের নিয়ে রাজনীতি করেছে।