জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।বিচার শুরু হবে ৩০শে অক্টোবর। তার বিরুদ্ধে ২০টি অভিযোগ আনা হয়েছে।

বিচার শুরু হবে ৩০শে অক্টোবর।দুই পক্ষের গত কয়েকদিনের শুনানি শেষে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে গত ৪টা সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে। তারপর গত ২০শে  সেপ্টেম্বর সাঈদীর পক্ষে শুনানির দিন ধার্য থাকলেও সাঈদী ভ্রমণের অনুপোযোগী থাকার কারণে শুনানি হয়নি। তার পরদিন ২১শে সেপ্টেম্বর সাঈদীর পক্ষে শুনানি করেন তার আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম। সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক চলে। এরপর ৩ অক্টোবর আদেশের দিন রাখে ট্রাইব্যুনাল।

সাঈদীকে কড়া নিরাপত্তার মধ্যে সকালে কারাগার থেকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।অভিযোগ শুনে নিজেকে নির্দোষ দাবি করেন জামায়াতের নায়েবে আমির সাঈদী।

মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে।