সিরিয়ার সক্রিয়কর্মীরা বলেছে শুক্রবার দু লক্ষ প্রতিবাদকারী হোম্সে সমবেত হয়। ন মাসের অভ্যুথ্থানের কেন্দ্রবিন্দু এই উত্তেজনাপূর্ণ শহরে এটিই ছিল সবচাইতে বড় সমাবেশ।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে নিরাপত্তা বাহিনী হোম্সে প্রতিবাদকারীদের উপর গুলিবর্ষণ করে যখন তারা জুম্মা নামাজের পর সমবেত হয়। সক্রিয়কর্মীরা বলেছে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়। আহত হয় দুই শিশু।
সক্রিয়কর্মীরা বলেন শুক্রবার হোম্সে প্রতিবাদবিক্ষোভ ছিল সিরিয়ান অভ্যুথ্থানে দ্বিতীয় বৃহত্ বিক্ষোভ। কয়েক মাস আগে হামায় ৫ লক্ষ এক বিক্ষোভ সমাবেশ করে।