সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এক অধ্যাদেশ দিয়েছেন যার অধীনে নাগরিকরা রাজনৈতিক দল গঠন করতে পারবে। রাজনৈতিক মতবিরোধীদের বিরুদ্ধে সরকারের দমন অভিযানে মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে যখন এই অধ্যাদেশ দেওয়া হোলো।
রাষ্ট্র পরিচালিত সানা সংবাদ সংস্থা বৃহষ্পতিবার বলেছে প্রেসিডেন্টের অধ্যাদেশ কয়েকটি শর্ত সাপেক্ষে, নাগরিকদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার ও রাজনৈতিক দলে যোগদানের অধিকার দেয়। এই সব শর্তের মধ্যে অন্তর্ভুক্ত দলগুলোকে সংবিধান ও আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি দিতে হবে এবং ধর্মীয় ও উপজাতীয় ভিত্তিতে দল গঠন করা থেকে বিরত থাকতে হবে।
জুলাই মাসে সরকার এবিষয়ে খসড়া প্রস্তাবের প্রতি সমর্থন দেয়।