সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম মঙ্গলবার সন্ধায় ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতে ঋণ খেলাপির অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ।

৪৫ কোটি ৪৯ লাখ টাকা ফেরত চেয়ে ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সদ্য মারা যাওয়া সাঈদ ইস্কান্দারের দুই ছেলে শামস ইস্কান্দার ও সাফিন ইস্কান্দার, মেয়ে সুমাইয়া ইস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম, মোজাফ্ফর আহমেদ ও গাজী গালিব আব্দুস সাত্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিবাদিরা সবাই ডান্ডি ডাইংয়ের পরিচালক।

মামলাটি গ্রহন করেন বিচারক রবিউল ইসলাম । কিন্তু সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মামলা করতে সরকার কর্তৃক ধার্য কোর্ট ফি দাখিল না করায় তা দাখিলের জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেন।