জন্মদিনে হাজারের বেশি নেতা-কর্মীকে নিয়ে কেক কেটেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নিয়েছেন ফুলের শুভেচ্ছা।
সোমবার প্রথম প্রহরে গুলশানে দলীয় কার্যালয়ে ৬৭ পাউন্ড ওজনের চারটি কেক কাটেন খালেদা। ওই সময় ওই কার্যালয়ে ছিলো নেতা-কর্মীদের ভিড়।বিএনপির বক্তব্য অনুযায়ী, সোমবার ৬৭ বছরে পা দিয়েছেন খালেদা জিয়া।রাতে কেক কাটলেও দিনটি পালনে সোমবার বিএনপির কোনো কর্মসূচি নেই। খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল জানান, চারটি কেকই এতিমখানায় দেওয়ার নির্দেশ দিয়েছেন বিরোধী নেত্রী।
কেক কাটার আগে ও পরে খালেদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতা মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
খালেদার জন্ম ১৯৪৫ সালে। তার বাবার নাম এস্কান্দর মজুমদার। মা বেগম তৈয়বা মজুমদার। পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী গ্রামে হলেও খালেদার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে।১৯৮১ সালে ৩০ মে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ‘৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।
১৯৯১ সালে সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্তও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।