ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে রোববার মারাতত্মক অগ্নুৎপাত ঘটেছে এবং এতে সন্ত্রস্ত্র গ্রামবাসীরা জরুরী আশ্রয়ের দিকে আবার ফিরে যান। এই আগ্নেয়গিরিটি এক সপ্তা ধরে , ছাই, পাথর ও ধোয়া ছড়াচ্ছে।

আগ্নেয়গিরি বিশারদরা বলেছেন যে উত্তরের সুলাওয়াসি দ্বীপে লোকোন পাহাড়ের আগ্নেয়গিরিটি , বাতাসে সাড়ে তিন হাজার মিটার পর্যন্ত ছাই ছড়িয়েছে। তবে কারও আহত হবার কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পিতবার রাতে ও শুক্রবার ভোরে উপর্যুপরি বিস্ফোরণে হৃদযন্ত্র বন্ধ হয়ে একজন মহিলা মারা যান।