বরাবরের ন্যায় এবারো দেশের জনপ্রিয় কৌতুক অভিনেতাদের নিয়ে দিগন্ত টেলিভিশনের ঈদ আয়োজনে থাকবে ফান ম্যাগাজিন ফান শো। আর এ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে জনপ্রিয় উপস্থাপক ও চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাসকে।

এ অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ে জানতে চাইলে দেবাশিষ বিশ্বাস বলেন ঈদে আমরা সবাই মজার অনুষ্ঠান দেখতে পছন্দ করি। আর সেটা যদি হয় দেশের সব খ্যাতনামা কমেডিয়ানক নিয়ে, তাহলেতো কথাই নেই।

ঈদে এরকম একটি অনুষ্ঠান উপস্থাপনা করাটা মজার একটা ব্যাপার হবে। বিগত ঈদুল আযহাতেও আমি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি অনুষ্ঠানটি সব বয়সের এবং সর্বস্তরের দর্শকদের ভালো লাগবে।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আবদুল আজিজ, জিল্লুর রহমান, হিটলু, মাসুদ আলী, শাহীন, কাজল, শশী, সাইফুল, সাইদুর বাবু, মম শিউলী, মনা, শাকিলা, আবু হেনা রনি, মোস্তফা, সোহেল, জহির, সুমন প্রমুখ। অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করবেন আবদুল গনি বিদ্বান। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ৩য় দিন সন্ধ্যা ৬ টায়।