তোমার গল্পে সবার ঈদ বৈশাখী টিভির এ উদ্যোগে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি গল্প জমা পড়েছে। এখন চলছে বাছাই প্রক্রিয়া।
বৈশাখী টেলিভিশন কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাছাই পর্বের উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল। এমন আয়োজনকে দেশে প্রথম উল্লেখ করে বাছাইকৃত অন্তত ১০০ গল্প নিয়ে সংকলন প্রকাশ করার পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বার্তা প্রধান অশোক চৌধুরী, করপোরেট অ্যাফেয়ার্স প্রধান ফারহানা নিশো, অনুষ্ঠান প্রধান আহসান কবির, কমিশনিং এডিটর জাহিদ হোসেন শোভন, প্রোগ্রাম ম্যানেজার পলাশ মাহবুব প্রমুখ। ঈদকে সামনে রেখে বৈশাখী টেলিভিশন প্রথমবারের মতো দর্শকদের গল্প থেকে ৭টি ঈদের নাটক তৈরি করার লক্ষ্যে গত ২৯ জুন
থেকে ৭ জুলাই পর্যন্ত তোমার গল্পে সবার ঈদ শিরোনামে গল্প আহ্বান করে। এই হাজার হাজার গল্প থেকে প্রাথমিক বাছাই করবেন বিশিষ্ট নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান, প্রথমা প্রকাশনের সিইও সাহিত্যিক জাফর আহমেদ রাশেদ এবং দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ওবায়েদ আকাশ।
তাদের বাছাই করা ৩০টি গল্প থেকে শ্রেষ্ঠ ৭টি গল্প নির্বাচন করবেন দেশের খ্যাতিমান দুই কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ইমদাদুল হক মিলন। এ ৭টি গল্প নিয়েই নাটক নির্মাণ করবেন দেশের প্রথিতযশা ৭ নির্মাতা। আগামী ঈদের সময় বৈশাখীতে নানা আয়োজনের পাশাপাশি এই ৭টি গল্প থেকে তৈরি নাটক প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।