মিমি রজার্স এবং নিকোল কিডম্যানের পর এবার কেটি হোমস। এ নিয়ে তৃতীয়বার বিয়ে বিচ্ছেদ ঘটতে চলেছে টম ক্রুজের। গত মাসের ২৮ তারিখ বিয়ে বিচ্ছেদের আবেদন জানান অভিনেত্রী কেটি হোমস। সেখানে তাদের ৬ বছরের কন্যা সুরিকে নিজের কাছে রাখারও আর্জি জানিয়েছেন তিনি। এরপর থেকেই মন ভালো নেই হলিউড সুপারস্টার টম ক্রুজের। এ মুহূর্তে নিজের ছবি অবলিভিয়ন-এর শুটিং নিয়ে ভীষণই ব্যস্ত ক্রুজ।
এরই মধ্যে মঙ্গলবার হঠাৎ করে চলে গেলেন আইসল্যান্ডের রেজাভিতে। সেদিনই পঞ্চাশে পা রেখেছেন ক্রুজ। ঘনিষ্ঠদের অনুমান, সেখানেই একান্তে নিজের জন্মদিন পালন করলেন তিনি। তিনবার সেরা অভিনেতার বিভাগে মনোনীত হলেও একবারও অস্কার পাননি এ মার্কিন অভিনেতা।
প্রথম আত্মপ্রকাশ ১৯৮১ সালে এন্ডলেস লাভ ছবিতে। টপ গান, মাইনরিটি রিপোর্ট, আইজ ওয়াড শাট, মিশন ইম্পসিবল সিরিজ, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ১৯৮৭ সালে প্রথমবার মিমি রজার্সকে বিয়ে করেন। এরপর ১৯৯০ সালে রুপালি পর্দার নায়িকা নিকোল কিডম্যানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সে বিয়েও ভেঙে যাওয়ার পর ২০০৬ সালে কেটি হোমসকে বিয়ে করেন টম ক্রুজ। এবার সেই ঘরও ভাঙায় হতাশ ক্রুজ।