চকবাজারের ইফতারি সব ঢাকাবাসীরই প্রিয়। ২০০ বছরের ঐতিহ্যবাহী এই ইফতারির বাজার এবারও সরগরম। এখানকার ইফতারির মধ্যে অন্যতম আস্ত মুরগির কাবাব, মোরগ মুসল্লম, বটিকাবাব, টিকাকাবাব, কোফতা, চিকেন কাঠি, শামিকাবাব, শিকের ভারী কাবাব, সুতিকাবাব, কোয়েলপাখির রোস্ট, কবুতরের রোস্ট জিলাপি, শাহি জিলাপি, নিমকপারা, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দইবড়া, লাবাং, কাশ্মীরি শরবত, ইসবগুলের ভুসি ও ৩৬টি উপকরণে তৈরি মজাদার খাবার ‘বড়বাপের পোলায় খায়’সহ কত না পদ।
দোকানভেদে ইফতারির দামের তারতম্য রয়েছে।
এখানে জিলাপি এক কেজির দাম ১০০ টাকা, শাহি জিলাপির দাম ১২০ থেকে ১৬০ টাকা, হালিম ১২০ থেকে ২৭০ টাকা। চকবাজারে নূরানী, ডিসেন্ট আর আনন্দের হালিম খুব জনপ্রিয়। শিকের ভারী কাবাব চকবাজার ছাড়া আর কোথাও পাবেন না। এক কেজি কাবাবের দাম ৪০০ টাকা। দইবড়া ছয় টুকরার বক্স ৬০ থেকে ১৫০ টাকা, পনির কেজিপ্রতি দাম ১৮০ টাকা, চিকেন কাঠি প্রতিটির দাম ৩০ থেকে ৬০ টাকা, কোয়েল পাখির রোস্ট প্রতিটি ৮০ থেকে ১০০ টাকা, খাসির রান ৪০০ থেকে ৬০০ টাকা, আস্ত মুরগির রোস্ট ২০০ থেকে ৩০০ টাকা, কবুতরের রোস্ট ১১০ থেকে ১৬০ টাকা, কোফতা প্রতিটি ২০ টাকা, পুরি প্রতিটি তিন থেকে ১০ টাকা আর চকের সবচেয়ে জনপ্রিয় খাবার বড়বাপের পোলায় খায় ঠোঙায় ভইরা লইয়া যায়। এর কেজিপ্রতি দাম হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।