বিবাহবিচ্ছেদের পর দ্রুত নতুন অবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় পুরুষরা নারীর চেয়ে বেশি কষ্ট পান। ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা গেছে, বিবাহবিচ্ছেদের পর শতকরা ৪৮ জন পুরুষ প্রচণ্ড একাকীত্ব বোধ করেন। অন্যদিকে এসময় নিজেকে নিঃসঙ্গ মনে করেন শতকরা ৩৫ শতাংশ নারী। অবশ্য এই নিঃসঙ্গতার পেছনে আবেগের চেয়ে অর্থনৈতিক চাপই অধিক বলে জরিপ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে এই জরিপের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন লন্ডনের বিবাহবিচ্ছেদ-বিষয়ক আইনজীবী এডাম উইটকোভার ও ব্রস বেনেট।