বিয়ের জন্য ১১.১১.১১

bnn24

Bybnn24

অক্টো ১৪, ২০১১

বিয়ের জন্য কোনটা শুভ দিন কোনটা খারাপ দিন এ নিয়ে চিন্তা-ভাবনার শেষ নেই। অধিকাংশ তরুণের কাছে ১১.১১.১১ তারিখটি খুবই শুভ।

 ইতিমধ্যে নভেম্বরের ওই বিশেষ তারিখে বিয়ের জন্য  চিন্তা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ১১ তারিখে গণবিবাহ হবে।

 সারা জীবন স্মরণ রাখার এ ধরনের একটি বিশেষ দিনকে যুগলরা বেছে নিয়েছে।