মুক্তিযুদ্ধাদের সাহায্যার্থে ১৮ জুলাই কলাবাগান ক্রীড়াচত্রু মাঠে আয়োজন করা হয়েছে রেডিও স্বাধীনতা কনসার্ট। বিকাল ৩ টায় শুরু হয়ে এ কনসার্ট চলবে রাত ১১ টা পর্যন্ত। কনসার্টের প্রবেশ মূল্য ধরা হয়েছে, ৩’শ, ১ হাজার ১’শ এবং ১০ হাজার টাকা।
শুত্রুবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান রেডিও স্বাধীনতার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব ইমাম মজুমদার। তিনি জানান, এ কনসার্টে অর্জিত সকল অর্থ মুক্তিযুদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে।
মাহবুব ইমাম বলেন, আমরা দেশ ও মুক্তিযুদ্ধাদের জন্য কিছু কাজ করতে চাই। এতে যতোই প্রতিকূলতাই আসুক না কেন আমরা এগিয়ে যাবো।
তিনি বলেন, কনসার্টে গান পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর, আর্টসেল, গন্তব্যহীন, বিস্ময়, ল্যাম্পপোষ্ট, শিরোনামহীন, নিমোসিস, ওয়াসপ্রেস।
মাহবুব মজুমদার আরও বলেন, আমরা ৭ নভেম্বর ২০১১ সালে ৬ ঘণ্টা অনুষ্ঠান সূচির মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি। ৬ ডিসেম্বর ১৪ ঘণ্টা এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ২৪ ঘণ্টার পূনাঙ্গ সম্প্রচার শুরু করি।
এ কনসার্টে দর্শনাথীদের তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রেডিও স্বাধীনতার সিনিয়র রেডিও জকি (আরজে) মুনিয়া নাজনিন, প্রোগ্রাম সমন্বয়কারী ফিরোজ ও আফ্রিদ, পাবলিক রিলেশন অফিসার সাইমন।