রণবীর সিং আর আনুশকা শর্মা সুপার গ্লু রোমান্স ! বলিউডের রঙচঙে দুনিয়ায় প্রেমের সম্পর্ক যেন হাওয়াই মিঠাই। এখানে সম্পর্ক গড়ে উঠতে যেমন সময় লাগে না, তেমনি সম্পর্কে ফাটল ধরতেও সময় লাগে না; আবার পুরনো রোমান্সও ‘সুপার গ্লু’-এর মতো মুহূর্তে জোড়া লেগে যায়। ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত বলিউডের দুই তারকা রণবীর সিং আর আনুশকা শর্মা এটা আরেকবার প্রমাণ করলেন।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, বলিউডের একসময়ের লাভ বার্ড রণবীর-আনুশকার পুরনো প্রেম আবার চাঙ্গা হয়েছে। সম্প্রতি এই জুটি অবকাশ যাপনের জন্য বেরিয়ে পড়েছেন স্পেনে।
যদিও স্পেনে আনুশকার সঙ্গে দেখা হওয়াটাকে রণবীর সিং কাকতালীয় বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে অবকাশ যাপনের জন্য ইউরোপ সফরে বেরিয়েছিলেন। বন্ধুদের তালিকায় যে আনুশকা আছে তা নাকি তার জানা ছিল না। আনুশকা জানিয়েছেন তেমনিই। তার বন্ধুরা নাকি চমক দেওয়ার জন্যই তাকে স্পেনে নিয়ে আসেন। কেউই তাকে জানান নি, এখানে রণবীর সিং আছে।
স্পেনে সব বন্ধুর সঙ্গেই তো রণবীর সিং আর আনুশকা শর্মার অবকাশ যাপনের কথা। কিন্তু অন্য বন্ধুরা তো তাদের পাত্তাও পাচ্ছেন না। সবাইকে ফাকি দিয়ে রণবীর-আনুশকা মেতে উঠেছেন গোপন অভিসারে। স্পেন সফরটা তাদের জন্য ‘সুপার গ্লু’ মতোই হয়ে উঠেছে কার্যকর।