তিনিই সেই ভাগ্যবান ব্যক্তি যিনি শ ‘ গ্রাম ওজনের লাক্স কিনে ১১০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট জিতে নিলেন তার নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া। সিরাজগঞ্জের মানুষ তিনি।
সোমবার দুপুরে ইউনিলিভারের পক্ষ থেকে টিএমএমএসের সিরাজগঞ্জ কার্যালয়ে লাক্সের ব্র্যান্ড ম্যানেজার বুসরা ফয়েজ এবং সিরাজগঞ্জের টেরিটোরী ম্যানেজার মাইদুল ইসলাম সৌভাগ্যাবান ওই বিজয়ীর হাতে প্রত্যয়ন পত্র তুলে দেন।
গোলাম কিবরিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ফ্ল্যাট জিতে আমি খুবই আনন্দিত। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। অন্যান্য কোম্পানিগুলোও যেন এ ধরনের অফার দেয়। তাহলে আমার মতো অনেকেই উপকৃত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রডাক্ট গ্রুপ ম্যানেজার সামি আশরাফ, মাকের্ট এক্সেস এবিএম মইনুল কবির প্রমূখ।
কিবরিয়া বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার করমজি গ্রামের মাদ্রাসা শিক্ষক আলমগীর হোসেনের পুত্র।
১৪ জুলাই থেকে শুরু হওয়া ‘লাক্স কিনে ফ্ল্যাট জিতুন’ অফারটি ৩১ আগস্ট পর্যন্ত চলবে।