প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে বসুন্ধরা শপিং মলের সিনেমা হল স্টার সিনেপ্লেক্স ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র সপ্তাহ’-এর আয়োজন করছে।
২৭ জুলাই থেকে শুরু হওয়া এই আয়োজনে সপ্তাহব্যাপী হুমায়ূন নির্মিত চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো হলো ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’ এবং ‘নয় নম্বর বিপদ সংকেত’।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ গ্লিটজকে জানিয়েছে, ২৭ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত সিনেমা চারটি দেখানো হবে। বিশেষ করে এই সিনেমা চারটি প্রদর্শনের জন্য নতুন করে শেডিউল তৈরি করা হয়েছে। শেডিউলে বলা হয়েছে, ২৭ থেকে ২৯ জুলাই, ৩১ জুলাই ও ২ অগাস্ট ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমাটির প্রদর্শনী হবে দুপুর ১১টা ২০ মিনিটে ও দুপুর ২টা ১৫ মিনিটে। এছাড়া ৩০ জুলাই ১১টায় এবং ১ অগাস্ট দুপুর ২টা ১৫ মিনিটে এটি প্রদর্শিত হবে। ‘আমার আছে জল’ সিনেমাটি ২৭ থেকে ২৯ জুলাই, ৩১ জুলাই ও ২ অগাস্ট দেখানো হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এবং ৩০ জুলাই ও ১ অগাস্ট সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট ও দুপুর ১টা ৪৫ মিনিটেও সিনেমাটি দেখানো হবে।
হুমায়ূন নির্মিত চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ প্রদর্শিত হবে ২৭ থেকে ২৯ জুলাই, ৩১ জুলাই, ২ অগাস্ট বেলা ১১ টা ১৫ মিনিটে ও বিকাল ৪ টায়, ৩০ জুলাই বেলা ১১ টা ১৫ মিনিটে এবং ১ অগাস্ট বিকাল ৪ টায়। ‘নয় নম্বর বিপদ সংকেত’ প্রদর্শিত হবে ২৭ জুলাই থেকে ২৯ জুলাই এবং ১ ও ২ অগাস্ট দুপুর ১ টা ৪৫ মিনিটে ও সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। সিনেমাটি ১ অগাস্ট দেখানো হবে দুপুর ১ টা ৪৫ মিনিটে ও সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।