বুয়েটের শিক্ষার্থীরা কাল শনিবার বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন।  বেলা ১১টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবেন।
গতকাল বৃহস্পতিবার ০৭ ব্যাচের শিক্ষার্থীরা বৈঠক করে উপাচার্য ও সহ-উপচার্যের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।


শিক্ষার্থীরা জানান, হাইকোর্ট শিক্ষক সমিতির আন্দোলনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শিক্ষক সমিতি আন্দোলন স্থগিত রেখেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কিছু বলা হয়নি দাবি করে তাঁরা বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন।