জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্যাপক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত নেন। শিক্ষকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে বিকালে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।
আজ থেকে ৬ই অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ২৭ (৪) ধারাসহ ৪ দফা দাবিতে রোববার থেকে লাগাতার আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ভিসি বলেন, পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না, তাই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলো।
ওদিকে গতকল শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ভিসির পদত্যাগ দাবি করে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে।শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও দাবি আদায়ে লাগাতার আন্দোলন চলবে। এদিকে বিকালে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ই অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বিভাগীয় এবং প্রশাসনিক অফিস খোলা থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।