আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ করেছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা।এ ব্যাপারে অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাধ্যমিক শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী নির্ধারিত পরীক্ষার ফি ৫০ টাকা এবং কেন্দ্র ফি ১০০ টাকা। কিন্তু বোর্ডের এ নিয়মনীতি উপেক্ষা করে আশুলিয়ার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করছে।
জানা গেছে, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৪৮০ টাকা আদায় করছে। গাজীরচট উত্তর মদিনাতুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষের নিকট জেএসসি পরীক্ষার ফি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে ৫শ’ টাকা আদায় করা হচ্ছে। এ টাকা পরীক্ষার ফি বাবদ ১০০, কেন্দ্র ফি ১৫০, মডেল টেস্ট ২শ’ ও অন্যান্য বাবদ ৫০ টাকা আদায় করা হচ্ছে। এ ব্যাপারে সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা অফিসার মুন্নীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন উত্তর না দিয়ে ঘটনাটি আড়াল করার চেষ্টা করেন।