প্রশ্নপত্র কমন না পড়ায় রাজধানীর ইডেন কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করছে সরকারি তিতুমীর কলেজের ছাত্ররা।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শিক্ষার্থীর সড়কটি অবরোধ করে রাখে। এ সময় দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের রসায়ন বিষয়ের স্নাতকোত্তর পর্বের পরীক্ষা ছিল ইডেন মহিলা কলেজ কেন্দ্রে।

প্রশ্নপত্র কমন না পড়ায় শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ করে। পরীক্ষার্থীরা জানান, তাদের অর্গানিক স্পেকট্রোসকপি বিষয়ের পরীক্ষা ছিল। তাদের দাবি, প্রশ্নপত্রে প্রশ্ন কমন পড়েনি। এতে ক্ষুব্ধ হয়ে তারা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা পরীক্ষা শেষে তারা ইডেন কলেজের সামনে সড়ক অবরোধ করেন।