তিন দফা দাবিতে শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ২২ জনকে।

পূর্বঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ ছিলো গতকাল বিকাল ৪টায় শাহবাগে। কিন্তু সমাবেশস্থল জাতীয় জাদুঘরের সামনে সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা জড়ো হওয়া মাত্রই তাদের আটক করে ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। ২০ মিনিটে ২২ জনকে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম সাংবাদিকদের বলেন, এখানে সমাবেশের কোনো অনুমতি নেওয়া হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন তিনি।গত রোববার থেকে আন্দোলনের মুখে বুধবার এ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করে।

 আগামী ২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৮ অক্টোবর শহীদ মিনারে সংহতি সমাবেশের কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের।এছাড়া ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার পর দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।