ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আগামী ২৫ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
ছাত্রদের বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং ছাত্রীদের শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এক ছাত্রকে মারধর ও পরে বিক্ষুব্ধ ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের জের ধরে ক্যাম্পাসে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠায় এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জলকামান নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মীর মোশাররফ হোসেন হলের সামনে অবস্থান নিয়েছেন। সবকিছু মিলে ক্যাম্পাস পরিস্থিতি এখনো এতোটাই বিপজ্জনক যে যেকোনো মুহূর্তে অঘটন ঘটার আশংকা উড়িয়ে দেওয়া যায় না।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেওয়ায় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল শুরু হয়। আটকে থাকা যান চলাচল স্বাভাবিক হচ্ছে। অবরোধের কারণে মহাসড়কের দু`পাশে ৪শতাধিক গাড়ি আটকে পড়ে। কর্মস্থলসহ গন্তব্যে যেতে না পেরে এ রুটে চলাচলকারী সাধারণ মানুষ পড়েন বড় ঝামেলায়।
প্রসঙ্গত, বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মোশারফ হোসেন হলের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করার ঘটনায় ছাত্র-পুলিশ সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্র আহত হন। আর এ ঘটনায় রাত ১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন সাধারণ ছাত্ররা।