অধ্যাপক ড. আনোয়ার হোসেনই হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য। এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য করা হয়েছে বলে জানা যায়। গতকাল দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক বলেন, আমরা বিষয়টি শুনেছি; কিন্তু কোনো কাগজ পাইনি।

এদিকে পিএসসির সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করে ড. শরীফ এনামুল কবির বলেন, আমি বিষয়টি জেনেছি; কিন্তু হাতে এখনো কোনো কাগজ পাইনি।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শিক্ষকদের একাংশের আন্দোলনের মুখে দীর্ঘ আট বছর পর উপাচার্য প্যানেল নির্বচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অধ্যাপক ড. শরীফ এনামুল কবির ৫০ ভোট পেয়ে প্রথম এবং অধ্যাপক ড. আনোয়ার হোসেন ৩৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।