চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ৯৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। মঙ্গলবার সকালে এ ফল প্রকাশিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত বলেন, ‘গত ১৮ জুলাই প্রকাশিত ফল কাঙ্খিত না হওয়ায় ৪ হাজার ৪১০ পরীক্ষার্থীর পায় ১৬ হাজার ৮১৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।

পুনঃনিরীক্ষণের পর ৯৯ জনের ফলাফলে পরিবর্তন আসে। এদের মধ্যে ২২ শিক্ষার্থী নতুন করে পাশও করেছে।’

তিনি বলেন, খাতা পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১০ শিক্ষার্থী, যাদের আগে প্রকাশিত ফলাফলে ৪ দশমিক ৮ কিংবা এর কাছাকাছি ছিল। আর ১৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর ফলাফল একই রয়েছে।’

ড. পীযুষ বলেন, ‘ ওএমআর শিটে কিংবা নম্বর পত্রের নম্বর ভুল হওয়ায় এসব সমস্যা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বলেছেন, যথাযথভাবেই ফলাফল পুনঃনিরীক্ষণ করা হয়েছে।’

এরআগে গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত  টেলিটক মোবাইলে খাতা পুনঃনিরীক্ষণের জন্য বোর্ডের অধীনে কলেজের শিক্ষার্থীরা আবেদন করেন।

২০১২ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে  ১৯১টি কলেজের ৫৩ হাজার ৯৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবার এ বোর্ডে পাশের হার ছিল ৭২ দশমিক ২৯।