ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এবং মল চত্বরে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রলীগকর্মীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন, মাছুম বিল্লাহ, মো. সাদ্দাম হোসেন এবং মো. সাদ্দাম হোসেন মোল্লা। তারা তিন জনই বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রথম দু’জন স্যার এ এফ রহমান হলের এবং অপর জন সূর্যসেন হলের।

আমজাদ আলী বলেন, “এরা বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টির করায় তাদের বহিষ্কার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৯ জুলাই মাসুমের বান্ধবী রুমানা আফরোজ ন্যান্সিকে সাদ্দাম উত্যক্ত করেন। বিষয়টি ন্যান্সি মাছুমকে বললে তিনি (মাছুম) সাদ্দামকে মারধর করেন। পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বিষয়টি মীমাংসা করে দেন।

পরে ২১ জুলাই একই ঘটনা নিয়ে মাছুম ও সাদ্দামের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। এ সময় মাছুম সাদ্দামকে বলেন, “তোকে তো ওইদিন মেরেছি। কিছুই তো করতে পারলি না।” এ কথা শুনে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হলে তার বন্ধুদের ফোন করেন। এদিকে মাসুমও তার বন্ধুদের ফোন করেন। একপর্যায়ে তাদের দু’গ্রুপে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচ জন আহত হয়।