ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবার দু’দফা সংঘর্ষে এক জন গুরুতর আহত হয়েছেন। আহত এ ছাত্রলীগ কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আব্দুস সালাম শ্যামল বিশ্ববিদ্যালয়ের জসিমুদ্দিন হল ছাত্রীলীগের কর্মী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র। তাকে কুপিয়ে গুরুতর আহত করে জহুরুল হক হল ছাত্রলীগের শরিফ গ্রুফের কর্মীরা।
শ্যামলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
শ্যামলের হাতে ও হাঁটুতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বলে ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ সূত্র জানায়, বৃস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জহুরুল হক হল ছাত্র লীগের কর্মী শরিফ সহযোগীদের নিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় এনেক্স ভবনের সামনে শ্যামলকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্বার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে শরিফ গ্রুপের এক কর্মীকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে জসিমুদ্দিন হলের ছাত্রলীগ কর্মীরা কোপায়। এ ঘটনার সময় শ্যামলও তাদের সঙ্গে ছিলো। এ ঘটনার জের ধরে শরিফ গ্রুপের কর্মীরা শ্যামলের উপর আক্রমণ চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান, বিকেলের ঘটনার জের ধরে এটি ঘটতে পারে। পর পর দুই ঘটনা ঘটায় আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমুলক একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ছাত্র লীগ নেতারাও জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতরা তাদের কর্মী হলে তারাও এ বিষয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।”