সেনা সদস্যদের হাতে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনা স্মরণে ২৩ অগাস্টের বদলে ২৮ অগাস্ট কালো দিবস পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বছর ঈদুল ফিতরের জন্য ২৩ অগাস্ট বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে এ বছর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে রয়েছে- ২৩ ও ২৮ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কালোব্যাজ ধারণ, ২৮ অগাস্ট সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত রাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা হবে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সৈন্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। তখন গ্রেপ্তার করা হয় চারজন শিক্ষকসহ অনেক ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার।
ওই ঘটনা স্মরণে প্রতি বছর ২৩ অগাস্টকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়।