ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরো বলেন, এ বছর বিশ্ববিদ্যালয়ে ছয় হাজার ৩১ আসনের জন্য পাঁচটি ইউনিটে দুই লাখ ১১ হাজার  ১৭৬ জন আবেদন করেছে। ফলে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন লড়বে। এর মধ্য ক  ইউনিটে ৫৪ হাজার ৬৭৪ জন, খ ইউনিটে ৩৫ হাজার ৯৯৮ জন, গ ইউনিটে ৪১ হাজার ৩৯৭ জন, ঘ ইউনিটে ৭৪ হাজার ৫০ জন এবং চ ইউনিটে পাঁচ হাজার ৫৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।