শুক্রবার সকালে ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করার সময় সব প্রশ্নের উত্তরসহ লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে এক ভর্তিচ্ছুকে মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো: নাসিমুল হক রিয়াদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর আমজাদ আলী বলেন, লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় রিয়াদ নামের জালিয়াত এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার মোবাইল ফোনে সবগুলো প্রশ্নের উত্তর ছিল। তাকে প্রক্টরের কক্ষে আটকে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আটক শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে কোন চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নাসিমুল হক রিয়াদ বলেন, “লালমাটিয়া মহিলা কলেজের সিদ্দিক নামের এক ব্যক্তি তাকে এ কাজে সহযোগিতা করেছেন। সিদ্দিক শিক্ষক নাকি কর্মচারী তা আমি জানি না।”

ওই কেন্দ্রে দায়িত্বে থাকা উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শামীমুল আলম বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবদ করা হয়েছে। সে বলেছে যে, একটি হোটেলে একজন লোকের সঙ্গে দেখা হয় এবং ৩ লাখ টাকার চুক্তি হয়। ওই লোক সে অনুসারেই ডিজিজাল জালিয়াতি করে।

শামীমুল আলম আরো জানান, এরকম ভাবে আরো ‍অনেকেই থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই পরীক্ষার্থীকে প্রক্টরের হাতে ও পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।