সারাদেশে অবৈধভাবে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস পরিচালনা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নির্ধারণ এবং যথাযথ কর্তৃপক্ষ নির্ধারণেও বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে সরকার। এই কমিশন আগামী তিন মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।
আদেশে বলা হয়, নিজস্ব পাঁচ একর জমিতে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ করে স্থায়ী হওয়ার শর্তে কার্যক্রম শুরু করেছিল দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। কিন্তু এখন পর্যন্ত তারা সেই শর্ত পূরণ করতে পারেনি। দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে আউটার ক্যাম্পাস স্থাপন করে উচ্চশিক্ষার নামে ব্যবসা করছে। সরকার ২০০৭ সালের ২৬ জুন আউটার ক্যাম্পাস বাতিলের একটি আদেশ দিলেও এর বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে সারাদেশে ২৯টি আউটার ক্যাম্পাস পরিচালনার অনুমতি পায় দারুল ইহসানের একটি পক্ষ।
কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের নামে সারাদেশে আরো ৫৫টি অবৈধ আউটার ক্যাম্পাস পরিচালিত হচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ইউজিসি।