নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করে ঐকমত্যে পৌঁছাতে না পারলেও শুক্রবার দুপুরের পর সংবাদ সম্মেলন করে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত জানাতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্যে ‘আশ্বস্ত’ হয়ে বুয়েট শিক্ষকরা ইতোমধ্যে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। বুধবার মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা জানিয়েছেন, তারাও ‘আশ্বস্ত’, তবে সিদ্ধান্ত জানাতে তাদের সময় প্রয়োজন।

বৃহস্পতিবারই এ বিষয়ে শিক্ষার্থীদের ঘোষণা আসার কথা থাকলেও ‘সবাই মিলে’ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন আন্দোলনরত ছাত্রছাত্রীরা।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র সুদীপ্ত সাহা শুক্রবার সকালে বলেন, “আমরা নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করেছি। তবে এখনো সম্মিলিত কোনো সিদ্ধান্ত হয়নি।”

“তবে আজ দুপুরের পর কোনো এক সময়ে সার্বিকগুলো তুলে ধরে একটি সংবাদ সম্মেলন করব। তখনই বিস্তারিত ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।”