পাবলিক লাইব্রেরিগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিতে চালু  করেছে ‘রবি ইন্টারনেট কর্নার’। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে এর উদ্বোধন করেন।

 দেশের সাতটি বিভাগীয় পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগারে রবি বিনামূল্যে ইন্টারনেট সেবা দেয়ার জন্য এ রকম কর্নার চালু করবে। এ বিষয়ে রবি ও সরকারের গণগ্রন্থাগার অধিপ্তরের মধ্যে সমঝোতা হয়েছে। এ জন্য রবি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করবে।

 তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ইন্টারনেট যোগাযোগের জন্য আমাদের মধ্যে সচেতনতা দরকার। এ প্রযুক্তির সেবা সময় বাঁচায়, অর্থ সাশ্রয় করে এবং শ্রমসাধ্য কাজকে সহজতর করে।