অর্থায়ন সংক্রান্ত আইন সংশোধনের দাবিতে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাব ও হাইকোর্টের মাঝের গোলচক্করে অবস্থান নিয়ে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ২০ শিক্ষার্থীর আটক করেছে। গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ প্রতিবেদনে ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন স্বয়ংক্রিয়ভাবে অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে।
সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকার মাঝে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পরে সেখান থেকে শতাধিক শিক্ষার্থী সংবাদ সম্মেলন করার জন্য জাতীয় প্রেসক্লাবে যায়। অন্য শিক্ষার্থীরা হাইকোর্টে ও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় শিক্ষার্থীরা ময়মনসিংহ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মোসলেম উদ্দিন আহমেদকে তার গাড়িসহ অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের ঘিরে রাখে। শিক্ষার্থীরা দাবি করেন শিক্ষামন্ত্রী নিজে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা বাতিলের আশ্বাস না দিলে তারা এলাকা ত্যাগ করবেন না এবং সংসদ সদস্যকে যেতে দেবেন না। একপর্যায়ে শিক্ষার্থীদের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে উপাচার্যসহ অন্য শিক্ষকরা ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরপরই পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় শিক্ষার্থীরা প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে। এদিকে গতকাল সন্ধ্যা নাগাদ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।