বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সৃষ্ট সমস্যা নিরসনে আবারো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে বুয়েট শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস শহীদ মিনারে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে এক সমাবেশে এই প্রত্যাশার কথা জানানো হয়।
সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, “বুয়েট নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এটা ঠিক নয়।”
সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, “দয়া করে বুয়েটের অস্তিত্ব রক্ষায় উপাচার্য ও উপ-উপাচার্যকে সরিয়ে দিন।”
মুজিবুর আরো বলেন, বুয়েটে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে তাহলে তারা (উপাচার্য ও উপ-উপাচার্য) তাদের নিজেদের স্বার্থেই করেছেন। তাই বুয়েটের সৃষ্ট সমস্যা সমাধানের জন্য তাদের পদত্যাগ করতে হবে।
একই দাবিতে গত ৭ জুলাই থেকে প্রতিদিন দুই ঘণ্টা (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি।
এর আগে এক সমাবেশে মুজিবুর রহমান বলেছিলেন, আগামী ১৩ জুলাইয়ের মধ্যে তারা পদত্যাগ না করলে আগামী ১৪ জুলাই থেকে শিক্ষক সমিতি পূর্ণ কর্মবিরতিতে যাবে।
গত ৭ এপ্রিল থেকে বুয়েটের শিক্ষক সমিতি উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করে।
পরে প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনা করবেন বলে আশ্বাস দিলে শিক্ষক সমিতি তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে। তবে এক মাসেও দাবি পূরণ না হওয়ায় শিক্ষকরা তৃতীয়বারের মতো এই কর্মসূচি গ্রহণ করে।
সমাবেশে বুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমানও ছিলেন।
সমাবেশের আগে এর আগে শিক্ষক সমিতির একটি মৌনমিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।