সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ।
মানববন্ধনে বলা হয়, রামুসহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার মাধ্যমে দেশের সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়া হয়েছে। এই ধরনের হামলার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে শাস্তি দিতে হবে। কারণ রামুর এই ঘটনাকে রাজনৈতিকভাবে না দেশে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া, সহযোগী অধ্যাপক ড. বেলু রাণী বড়ুয়া, ড. বিমান চন্দ্র বড়ুয়া, ড. সুমন কান্তি বড়ুয়া, শান্টু বড়ুয়াসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।