শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা এক সপ্তাহ পিছিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই দিনে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি থাকায় তা পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীরা।
বগুড়ায় শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ও দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের এসআই পদে নিয়োগ পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ১০ জুলাই থেকে অনুষ্ঠিতব্য মাস্টার্স পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৬ জুলাই পুনর্নির্ধারণ করে ৫ জুলাই নতুন সময়সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।