২০১১ সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন ইসরায়েলের হাইফার বিজ্ঞানী ড্যানিয়েল সেশ্টম্যান৷ ‘কোয়াসিক্রিস্ট্যাল’ আবিষ্কার ও তার রহস্য উদ্ঘাটন করার জন্যই তিনি এই সম্মান পাচ্ছেন৷

 বিজ্ঞানের কোনো ক্ষেত্রেই একা নোবেল পুরস্কার পাওয়ার কৃতিত্ব অর্জন করা আজকাল বিরল এক ঘটনা৷ বুধবার নোবেল কমিটি যখন রসায়নের ক্ষেত্রে এবছরের নোবেল পুরস্কার ঘোষণা করলো, তখন অনেকেই বিস্ময় প্রকাশ করে ভাবছিলেন, কে এই ড্যানিয়েল সেশ্টম্যান, যাঁকে কারো সঙ্গে নোবেল ভাগ করে নিতে হলো না?

রসায়নের মতো জটিল বিষয় এমনিতেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে৷ ফলে ইসরায়েলের এই বিজ্ঞানীর কৃতিত্ব ঠিকমতো বোঝাও সহজ নয়৷ নোবেল কমিটি জানিয়েছে, সেশ্টম্যান ‘কোয়াসিক্রিস্ট্যাল’ আবিষ্কার ও তার রহস্য উদ্ঘাটন করেছেন৷ ‘কোয়াসিক্রিস্ট্যাল’ আসলে অণুর অসাধারণ বিন্যাস, যা দেখতে অত্যন্ত জটিল মনে হলেও এর মধ্যে রয়েছে সুনির্দিষ্ট নিয়মের এক কাঠামো৷ প্রকৃতিতে খনিজ পদার্থের মধ্যে ‘কোয়াসিক্রিস্ট্যাল’ পাওয়া গেছে৷ তাছাড়া গবেষণাগারের মধ্যেও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়েছে এই ‘কোয়াসিক্রিস্ট্যাল’৷

এই নিয়ে ১০ জন ইসরায়েলি নাগরিক নোবেল পুরস্কার পেলেন, যাদের মধ্যে ৪ জনই রসায়নে নোবেল পেয়েছিলেন৷