রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী ৬ জুলাই হলেও শুক্রবারের কারণে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে বৃক্ষরোপণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩ পাস হয়। ১৯৫৩ সালের ৫ জুলাই রাজশাহী নগরীর বড় কুঠুরিতে প্রতিষ্ঠিত পাঁচজন ছাত্রীসহ মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের আওতায় ৪৯টি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি প্রদান করা হচ্ছে। এছাড়াও এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনস্টিটিউট।