শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সরকারিভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ জোগানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি। বুধবার এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ ঘোষণা আসে ।

অর্থায়ন সংক্রান্ত একটি আইন সংশোধনের দাবিতে ঐ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেভাগে পূজার ছুটি দিয়ে ক্যাম্পাস বন্ধ করে দিতে বাধ্য হয়। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে এমন একটি ধারা ছিল এই আইনে। ২৪ হাজার ছাত্রের এ বিশ্ববিদ্যালয়ে সেই উদ্দেশ্য হটাৎ করে সেমিস্টার ফি অনেক বাড়িয়ে দিলে ছাত্ররা আন্দোলন শুরু করে।

তাতে ভাংচুর, পুলিশি লাঠিপেটা এবং ছাত্র গ্রেফতারের ঘটনা ঘটে।