ঢাকা কলেজের এক ছাত্রের মৃত্যুর খবরে কলেজের বেশকিছু শিক্ষার্থী আজ মঙ্গলবার সিটি কলেজে ইট-পাটকেল ছোড়েন। এর প্রতিবাদে সিটি কলেজের একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরির সামনের সড়ক অবরোধ করে একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গত রোববার ঢাকা কলেজের দুজন ছাত্রকে অ্যান্টি কাটার দিকে আঘাত করেন সিটি কলেজের কয়েকজন ছাত্র। এতে গুরুতর আহত হন ওই দুই ছাত্র। তাঁদের মধ্যে আজ একজন মারা গেছেন বলে খবর ছড়ালে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের ৩০-৩৫ জন ছাত্র সিটি কলেজে ইট-পাটকেল ছোড়েন।

এর প্রতিবাদে সিটি কলেজের অর্ধশতাধিক ছাত্র রাস্তায় বের হয়ে আসেন। তাঁরা সায়েন্স ল্যাবরেটরির সামনের রাস্তা অবরোধ করে একটি গাড়ি ভাঙচুর করেন। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ একটি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।