অনিবার্য কারণবশত ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী রোববার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষে ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সূচি নির্ধারিত রয়েছে। পদ সংশি¬ষ্ট বিষয়গুলোর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান নেছার উদ্দিন।
এদিকে গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছিল।
তবে পিএসসির পক্ষ থেকে এ ধরনের খবরকে গুজব বলে দাবি করা হয়। বুধবার পিএসসি জানিয়েছিল, পরীক্ষার আগে এ ধরনের গুজব থাকলেও এমন কোনো আশঙ্কা নেই।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ২৮ হাজার নয়শ’ ১৭ জন পরীক্ষায় অংশ নেয়ার কথা।