আস্তিক লোকজন নাস্তিকদের তুলনায় বেশি সুখী হয়। ধর্মে অবিশ্বাসীদের চেয়ে ধর্মে বিশ্বাসী লোকদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। ধর্মে বিশ্বাসীরা অনেক মানসিক শক্তির অধিকারী হয়।
ডাক্তাররা জানিয়েছেন, সাধারণ চিকিত্সা ও অস্ত্রোপচারের ক্ষেত্রে ধর্মে বিশ্বাসী লোকদের উন্নতি ঘটে দ্রুত। তাছাড়া যে কোনো জটিল রোগে রোগীর মানসিক দৃঢ়তা ও মানসিক স্বাস্থ্যের স্থিরতা নির্ভর করে রোগীর ধর্মবিশ্বাসের ওপর। যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যান কোহেন এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে ক্যানসার, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি ও ব্রেন ইনজুরির মতো জটিল রোগে আক্রান্তরাও শুধু মানসিক শক্তির জোরে সেরে উঠেছেন। এসব লোকের মধ্যে প্রায় সবারই ধর্মীয় বিশ্বাস ছিল প্রবল। তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাস মানসিক অশান্তি ও দুশ্চিন্তাকে হটাতে সহায়তা করে।
এই গবেষণার জন্য মুসলিম, বৌদ্ধ, ইহুদি, ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট ধর্মবিশ্বাসীদের ওপর তিনটি পৃথক জরিপ চালানো হয়। ডেইলি মেইল।