ক্যানসার রোগীর ব্যথা কমাতে জাপানের চিকিত্সকদের উদ্ভাবিত ‘টাচ থেরাপি’ বা স্পর্শ চিকিত্সা পদ্ধতি বেশ সহায়ক। সম্প্রতি এক গবেষণায় এ চিকিত্সা পদ্ধতির ইতিবাচক ফল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কেনটাকি মার্কি ক্যানসার সেন্টারের চিকিত্সকরা এ গবেষণাটি চালান। তারা ১৫৯ জন ক্যানসার রোগীর ওপর এই থেরাপি প্রয়োগ করেন। ক্যানসার রোগীদের শরীরে বিশেষ একটি ব্যথা থাকে। তাছাড়া তারা সবসময় একটি চাপ অনুভব করেন। এই থেরাপিটি এমন যে এই ধরনের রোগীদের মাথা এবং পুরো শরীরে যদি আলতো করে প্রায় আধা ঘণ্টা ধরে হাত বুলানো যায় তাহলে তারা ব্যথা এবং চাপমুক্ত অবস্থা অনুভব করেন। শরীরে তাত্ক্ষণিক একটা সতেজ ভাব চলে আসে এবং বেশ ভালো লাগে। থেরাপি প্রয়োগ করা ওই ১৫৯ জন রোগীই তাদের এ রকম চাপ ও ব্যথামুক্ত অনুভূতির কথা ব্যক্ত করেন। গবেষকরা ক্যানসারের প্রচলিত চিকিত্সার সঙ্গে এই টাচ থেরাপিও বিশ্বব্যাপী চালু করার পরামর্শ দেন।