গাঁজার ক্ষতিকর দিক সম্পর্কে অনেকেরই জানা আছে। তবে সম্প্রতি নিউজিল্যান্ড ও ব্রিটেনের গবেষকরা এ তথ্য জানান যে, গঞ্জিকা সেবনের কারণে তরুণদের অনেকেরই বুদ্ধিমত্তার স্তর অনেক কমে যায়। এ সমস্যা বেশি হয় ২০ বছরের কম বয়সীদের।

অতিমাত্রায় গাঁজা সেবনের ফলে এসব তরুণের অনেকেই ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। এ ছাড়া সময়জ্ঞান হারানো থেকে শুরু করে প্রলাপ বকা, বিকার আসা, এমনকি মানুষকে হত্যা করার ইচ্ছাও জাগতে পারে অনেকের।

এসব ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না তাদের। রানিং এমোক নামক আরেক ধরনের মানসিক বিপর্যয় দেখা দিতে পারে নেশাগ্রস্ত তরুণদের। এক হাজার লোকের ওপর ২০ বছর ধরে যৌথভাবে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারী গাঁজাসেবীদের বয়স ১৫ থেকে ৪০ বছর।

বিবিসি।