চাকরির দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। বুধবার বেলা সোয়া ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে।

সমাবেশে বক্তারা সরকারি হাসপাতালগুলোতে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা অনুসারে প্রধানমন্ত্রী ঘোষিত তিন হাজার নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন, নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩৬ বছর করা এবং সরকারি হাসপাতালে শূন্যপদ পূরণসহ আরো পাঁচ হাজার পদ সৃষ্টি করার দাবি জানান। এতে বক্তৃতা করেন, সংগঠনের সভাপতি আজিজা হেনা, মহাসচিব আসাদুজ্জামান জুয়েল, রেজাউল আলম, নূরে আলম তালুকদার, শাহিনুর রহমান শাহীন, মুন্নি আক্তার, ফারহানা আক্তার, আমিনুল ইসলাম প্রমুখ।

 দাবি বস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ও ঘোষণা দেন বক্তারা।